Posts

কিভাবে স্মার্ট হওয়া যায়

  জুতো থেকে পারফিউম, হ্যাঁ ঠিকই শুনেছেন। সবটাতেই নজর রাখতে হবে। অফিস বেরোনোর আগে দেখে নিলেন জুতোটির কালো উজ্জ্বলতা কমে গেছে। শুধু পাঁচ মিনিট টাইম বার করুন, একটু ঘসামাজা, একটু পালিশ করে নিন। আর হয়ে যান স্মার্ট। কিংবা ধরুন বাসের ভিড়ে নাজেহাল অবস্থা। জীবনে কোনদিন হাতের তলায় মানে বগলে পারফিউম মাখেন না। কে আপনাকে স্মার্ট ভাববে বলুন তো? খুব বেশি তো দাম নয়, মাসে এক প্লেট বিরিয়ানির টাকা বাঁচিয়ে কিনে নিন বাজারচলতি কিছু বডিস্প্রে। ব্যাস কেল্লাফতে! এবার অনেকেই মাথার চুলের দুই সাইট ছেঁটে দিয়ে, তাতে সবুজ, পাতাবাহারি লাল-নীল কিছু রং মেখে, পঁচিশটা জায়গা ফাটা এমন জিন্স প্যান্ট পড়ে নিজেকে স্মার্ট করে তোলার কথা ভাবেন। ভালো।

কিভাবে কম্পিউটার চালাতে হয়

প্রথমে বিদ্যুৎ সংযোগ রয়েছে এমন কোনও প্লাগ পয়েন্টে ঢুকিয়ে প্লাগ পয়েন্টের সুইচটিকে অন বা চালু করে দিতে হবে। এ বার লক্ষ করা যাবে যে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে power নামে একটি সুইচ রয়েছে। সেটি টিপে দিলে সঙ্গে সঙ্গে  কম্পিউটার  চালু  হয়ে  যাবে।
 for more info:  http://gbdcasino.xyz/