কিভাবে কম্পিউটার চালাতে হয়
প্রথমে বিদ্যুৎ সংযোগ রয়েছে এমন কোনও প্লাগ পয়েন্টে ঢুকিয়ে প্লাগ পয়েন্টের সুইচটিকে অন বা চালু করে দিতে হবে। এ বার লক্ষ করা যাবে যে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে power নামে একটি সুইচ রয়েছে। সেটি টিপে দিলে সঙ্গে সঙ্গে কম্পিউটার চালু হয়ে যাবে।